হোম খেলাধুলা রিয়ালের বার্সাকে টপকে যাওয়ার ম্যাচে ‘নতুন মেসি’র ইতিহাস

রিয়ালের বার্সাকে টপকে যাওয়ার ম্যাচে ‘নতুন মেসি’র ইতিহাস

কর্তৃক
০ মন্তব্য 97 ভিউজ

স্পোর্টস ডেস্ক :

বুধবার (২৪ জুন) রাতটা মন্দই কেটেছে বার্সেলোনা সমর্থকদের। না, বার্সেলোনা গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ হেরে যায়নি। কাতালান ক্লাবটির কোনো খেলাই ছিল না কাল। তবে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারাতে হয়েছে। অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে হারিয়ে পয়েন্ট টেবিলের সিংহাসন পুনরুদ্ধার করেছিল বার্সেলোনা। কাল মায়োর্কাকে হারিয়ে বার্সাকে দুই নম্বরে ঠেলে ফের শীর্ষে উঠে বসেছে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বার্সেলোনার শীর্ষস্থান খোয়ানের দিনে রেকর্ড গড়েছেন ‘নতুন মেসি’।বলা হচ্ছে লুকা রোমেরোর কথা। মেক্সিকোর উঠতি এই ফুটবলারকে ‘নতুন মেসি’ বলা হচ্ছে অনেকদিন যাবত। ‘মেক্সিকান মেসি’ও বলছেন অনেকে। জন্ম মেক্সিকোতে হলেও বাবা-মা দুজনই আর্জেন্টাইন। কাল মায়োর্কার হয়ে রোমেরোর অভিষেক হয়ে গেল মাত্র ১৫ বছর ২১৯ দিনেই। তাতেই ভেঙেছে ৮০ বছরের রেকর্ড।

গত ৮০ বছরে এত কম বয়সে লা লিগায় অভিষেক হয়নি কোনো ফুটবলারেরই। এতদিন রেকর্ডটি ছিল সেল্টা ভিগোর সাবেক ডিফেন্ডার স্যানসনের। ১৯৩৯ সালে মাত্র ১৫ বছর ২৫৫ দিন বয়সে লা লিগায় অভিষেক হয়েছিল স্যানসনের।তরুণ রোমেরোর প্রতি আগ্রহী বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাসের মতো বড় বড় ক্লাব। অনূর্ধ্ব-১৭ পর্যায়ে বার্সেলোনায় ট্রায়াল দিতে এসে মন জিতেছিলেন। তখনই তার সঙ্গে চুক্তি করতে চেয়েছিল বার্সা। কিন্তু বাবা-মা কাতালুনিয়ায় আসতে চায়নি বলে বার্সায় যোগ দেওয়া হয়নি রোমেরোর। ১০ বছর বয়সে রোমেরোকে মায়োর্কার বয়সভিত্তিক দলে ভর্তি করে দিয়েছিলেন তার বাবা। সেখান থেকেই অভিষেক হয়ে গেল রোমেরোর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন