হোম জাতীয় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন করোনায় মারা যাওয়া এসআই

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন করোনায় মারা যাওয়া এসআই

কর্তৃক
০ মন্তব্য 118 ভিউজ

অনলাইন ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া পুলিশের এসআই সুলতানুল আরেফিনকে তার গ্রামের বাড়ি জামালপুর সদরের মেষ্টা ইউনিয়নের হাজিপুর ফকিরপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার (২ মে) বিকালে জেলা পুলিশের গার্ড অব অনার ও আইইডিসিআরের নিয়ম অনুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।
এসআই সুলতানুল আরেফিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। ৩০ এপ্রিল করোনা শনাক্ত হওয়ার পর থেকে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন