হোম জাতীয় রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি করবে না সরকার: পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক :

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় সরকার সেই দেশ থেকে তেল ও গ্যাস আমদানি করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তবে সংকট উত্তরণে সরকার অন্য দেশ থেকে তেল ও গ্যাস আমদানির চিন্তা করছে বলেও জানান তিনি।

শুক্রবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে সিলেট সিটি করপোরেশনের ধোপাদিঘীর ওয়াকওয়ে পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় ড. এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় সিলেটের উন্নয়ন কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে থাকেন।

পররাষ্ট্রমন্ত্রীর পরিদর্শনের সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন