হোম আন্তর্জাতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মন্দার ঝুঁকিতে বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বব্যাপী বাড়ছে মন্দার ঝুঁকি। আগামী দুই অর্থবছরে মন্দার কবলে পড়বে এক-তৃতীয়াংশ বিশ্ব অর্থনীতি। এমনটাই বলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতকে ‘সেন্সলেস ওয়ার’ আখ্যা দিয়ে বিশ্বব্যাংক ও আইএমএফ বলছে, উন্নয়নশীল অনেক দেশই হয়তো সময়মতো ঋণের কিস্তি শোধ করতে পারবে না। তবে ঋণ পরিশোধের পূর্ণ সামর্থ্য আছে ঢাকার। এমন মত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের।

প্রায় তিন বছর পর স্বশরীরে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। সোমবার (১০ অক্টোবর) থেকে শুরু হওয়া ৭ দিনের এ বৈঠকে অংশ নিতে সদস্যভূক্ত ১৮৮টি দেশ থেকে আসা প্রতিনিধিদের আগ্রহ ছিল দেখার মতো। রেজিস্ট্রেশন বুথের সামনে দেখা যায় অংশগ্রহণকারীদের দীর্ঘ অপেক্ষা।

বার্ষিক সভার প্রথম দিনে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এবং আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার আলোচনা থেকে ধারণা পাওয়া যায় বৈঠকের অগ্রাধিকারগুলো সম্পর্কে। বলা হচ্ছে, করোনা সংকট কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে মন্দার শঙ্কা বাড়িয়ে দিয়েছে এবং ২০২৬ সাল পর্যন্ত ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৪ ট্রিলিয়ন ডলার।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, আগামী বছর বিশ্বব্যাপী মন্দার ঝুঁকি বাড়ছে। আমরা হিসেব করে দেখেছি, অন্তত দুই অর্থবছর খারাপ সময় যাবে এক-তৃতীয়াংশ বিশ্ব অর্থনীতির। এই মন্দাভাবের কারণে এখন থেকে ২০২৬ সাল পর্যন্ত বিশ্ব ৪ ট্রিলিয়ন ডলার হারাবে, যা জার্মানির জিডিপির সমান। করোনা পরিস্থিতির কারণে বাজারে যোগানের ঘাটতি ও রুশ-ইউক্রেন যুদ্ধের ফসল এই মন্দা। এতে অনিয়ন্ত্রিতভাবে খাদ্য পণ্যের দাম বেড়েছে। বিপরীতে আর্থিক সংকটে ভুগছে প্রতিটি দেশই।

এদিকে স্বল্প সুদে সহজ শর্তের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স-আইডিএ ঋণের ওপর নির্ভরশীল উন্নয়নশীল দেশগুলোর অবস্থা ভেবে শঙ্কিত বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।

তিনি বলেন, বাংলাদেশের মতো যেসব উন্নয়নশীল দেশ বিশ্বব্যাংকের আইডিএ ঋণ নেয়, তাদের অনেকেই ঋণ পরিশোধ করতে পারবে না। এখন বহুজাতিক ব্যাংক, উন্নয়ন সহযোগিতাদের একত্রে আমাদের এ জায়গায় গুরুত্ব দেয়া দরকার।

তবে বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে এবারের বার্ষিক সম্মেলনে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন