হোম এক্সক্লুসিভ রাতে আবার সাক্ষাৎকারে হাজির হচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

তামিম ইকবালের বাদ পড়া ও বাংলাদেশের বিশ্বকাপ দল প্রসঙ্গে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেশ ছাড়ার আগে সাক্ষাৎকার দিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার দুই পর্বের সেই সাক্ষাৎকার নিয়ে হচ্ছে নানা আলোচনা-সমালোচনা। তার রেশ না কাটতেই শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে আরও একটি সাক্ষাৎকারে হাজির হচ্ছেন সাকিব।

দিন পাঁচেক পরেই পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। বিশ্ব আসরে অংশ নিতে এরইমধ্যে ভারতে অবস্থান করছে বাংলাদেশ দল। লাল সবুজের প্রতিনিধিদের প্রথম ম্যাচ অবশ্য আফগানিস্তানের বিপক্ষে ৭ অক্টোবর।

তার আগে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগাররা। কেবল সাকিব বাদে সে ম্যাচে ছিলেন ১৫ সদস্যের স্কোয়াডের সবাই। কারণ, অনুশীলনের সময় পায়ে চোট পাওয়ায় তিনি ছিলেন বিশ্রামে। মূলপর্বে মাঠে নামার আগে সোমবার ইংল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এ ম্যাচেও থাকছেন না টাইগার অধিনায়ক। পায়ের চোট গুরুতর না হলেও ঝুঁকি এড়াতে তিনি থাকছেন না এ প্রস্তুতি ম্যাচেও। সবকিছু ঠিক থাকলে আফগানিস্তানের বিপক্ষে হয়তো মাঠে দেখা যাবে মিস্টার সেভেন্টি ফাইভকে।

তার আগে অবশ্য সাকিবকে দেখা যাবে দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানের ‘রাফসান দ্য ছোট ভাই’ ইউটিউভ চ্যানেল ও ফেসবুক পেজে। রাফসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শনিবার রাত ১০টায় সাকিব আল হাসানের একটি বিশেষ সাক্ষাৎকার নিয়ে হাজির হবেন তিনি।

সাধারণত খাবার ও বিনোদন নিয়ে কাজ করা রাফসান কী বিষয়ে টাইগার অলরাউন্ডারের সাক্ষাৎকার নিয়েছেন সেটি অবশ্য উল্লেখ করেননি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন