হোম খুলনাঝিনাইদহ রাতের আধারে কৃষকের ধরন্ত লাউ গাছ কাটল দূর্বত্তরা ,ক্ষতি প্রায় দুই লাখ টাকা

রাতের আধারে কৃষকের ধরন্ত লাউ গাছ কাটল দূর্বত্তরা ,ক্ষতি প্রায় দুই লাখ টাকা

কর্তৃক Editor
০ মন্তব্য 149 ভিউজ

শিপলু জামান, ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে কৃষক হাফেজ মো: মামুনুর রশিদ লাভ কম হওয়ায় তিন মাসে আগে নিজ ক্ষেতের পেয়ারা গাছ কেটে ফেলেন।একই সময় ধার দেনা করে দেড় বিঘা জমিতে লাউ গাছ লাগান তিনি ।আশা ছিল চলতি রমজানে গাছগুলোর লাউ বাজারে তুলতে পারবেন ।সে কারনে প্রতিনিয়ত গাছগুলো পরিচর্যা করছিলেন তিনি ।এরই মাঝে দেড় বিঘা জমির ১৫৭ টি লাউগাছে ছোট ছোট লাউও ধরেছে ।কিন্তু গতকাল (১০ মার্চ ) ভোরে ফজরের নামাজের পর কৃষক মামুনুর রশিদের সেই স্বপ্ন ভেঙে যায় ।মাঠে গিয়ে তিনি দেখতে পান তার ধরন্ত লাউগাছ কে বা কারা কেটে দিয়েছে।এরপর কান্নায় ভেঙে পড়েন কৃষক মামুনুর রশিদ ।জানাগেছে , ধরন্ত ১৫৭ টি লাউগাছের লাউয়ের বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা ।

স্থানীয় কৃষক ইউসুফ আলী জানান ,মামুন সৎ প্রকৃতির ছেলে ।মামুনের কান্নার আওয়াজ শুনে আমি মাঠে এসে দেখি তার ধরন্ত লাউ গাছগুলো কাটা অবস্থায় পড়ে আছে ।

ভুক্তভোগী কৃষক মামুনুর রশিদ প্রতিবেদককে জানান , আমার সব শেষ হয়ে গেছে।সবে লাউ ধরা শুরু করেছিল, এখন আমি কিভাবে ক্ষতি পোষাবো বুঝে উঠতে পারছি না।কথা বলার এক পর্যায়ে কৃষক মামুন প্রতিবেদকের সামনে কান্নায় ভেঙে পড়েন।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ বলেন, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন