কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠি :
ঝালকাঠির রাজাপুরে যাত্রা শুরু করেছে দেশের স্বনামধন্য ইলেকট্রিক ও ইলেক্ট্রনিক্স কোম্পানী ওয়ালটন গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা এর রাজাপুর শাখা। ২৪ নভেম্বর বুধবার বিকেলে রাজাপুর উপজেলা সদর সংলগ্ন বাঘরী বাজার (সার্কেল এস.পি অফিসের বিপরীতে) কম্পানীর নিজস্ব শো-রুম ওয়ালটন প্লাজা’র শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নতুন এ ওয়ালটন প্লাজা রাজাপুর শাখার শাখা ব্যাবস্থাপক মেহেদি হাসান তুহিন’র উপস্থাপনায় সম্রাট খানের সঞ্চলনায় উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজাপুর সার্কেল মো.মাসুদ রানা,রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়,ওসি তদন্ত আব্দুল হালিম তালুকদার, ওয়ালটন গ্রুপের চিফ ডিভিশনাল অফিসার মো.আরিফুল ইসলাম, ক্রেডিট সেকশন অফিসার মো.ওয়াহিদুল ইসলাম,খুলনা জোনের এড়িয়া ম্যানেজার মো.শাহানুর আলম, ক্রেডিট মনিটরিং অফিসার আব্দুস সালাম সহ বিভিন্ন ওয়ালটন প্লাজার শাখা ব্যবস্থাপকগন।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন এই প্লাজা থেকে স্থানীয় সবশ্রেণীর মানুষ সহজ শর্তে,ডাউন পেমেন্টে কিস্তি এবং নগদে ওয়ালটন পণ্য কিনতে পারবেন। এই প্লাজায় ওয়ালটনের এলইডি টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, এসি, হোম এপ্লয়েন্স সহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাবে। উদ্ধোধনী অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করা হয়।