হোম খেলাধুলা রাজনীতিতে টেস্ট ম্যাচের মতো খেলতে হবে: সাকিব

রাজনীতিতে টেস্ট ম্যাচের মতো খেলতে হবে: সাকিব

কর্তৃক Editor
০ মন্তব্য 117 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন মাগুরা-১ আসনের সংসদ সদস্য। সংসদে বসার আগে শপথবাক্য নিয়েছেন তিনি। এবার টেস্ট ক্রিকেটের মতো রাজনীতির মাঠেও ধীরেসুস্থে খেলে যেতে চান এই ক্রিকেট তারকা।

বুধবার (১০ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান। সেখানে শপথ নেন সাকিব আল হাসান।

শপথ গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের সাকিব বলেন, ‘যদি দীর্ঘমেয়াদি কাজের সুযোগ হয়, তাহলে সেভাবে কাজ করে যেতে চাই। মানুষ যেভাবে ভালোবেসেছে সেটার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। এটা দীর্ঘ সময়ের ব্যাপার। রাজনীতিতে টেস্ট ম্যাচের মতো খেলতে হবে। সেজন্য নিজেকে নিয়ে আমি প্রস্তুত।’

সাকিব আল হাসান আরও বলেন, ‘রাজনীতির মাঠে এক নম্বর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জায়গা কেউ নিতে পারবে না। তার থেকে শিক্ষা নিয়ে কাজ করতে চাই। আর কোনো দায়িত্ব পেলে আমার সর্বোচ্চটা দিয়ে সেটি করার চেষ্টা করবো।’

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন সাকিব। মাগুরা-১ আসনের ১৫২ কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের কাজী রেজাউল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৯৯৩ ভোট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন