জাতীয় ডেস্ক :
রাজধানীর পল্লবীতে বাসা থেকে একটি ইংরেজি দৈনিকের সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জানুয়ারি) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
শনিবার (২১ জানুয়ারি) বিকেলে পুলিশ ওই বাসায় গিয়ে বিপ্লব জামানের (৬০) মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে।
বিপ্লব জামান ইংরেজি দৈনিক ফাইনেন্সিয়াল এক্সপ্রেস এর সংবাদ উপদেষ্টা (নিউজ কনসালটেন্ট) ছিলেন।
বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেন পল্লবী থানার এডিসি নাজমুল হোসেন।
এডিসি নাজমুল হোসেন জানান, যে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার হয়েছে সেখানে তিনি ভাড়া থাকতেন। ওই বাড়ির মালিকও একজন সাংবাদিক। পুলিশ এ বিষয়ে কাজ করছে।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম সংবাদমাধ্যমকে জানান, পল্লবীতে সাংবাদিক প্লটের ৭ নম্বর সড়কের একটি ভবনের ফ্লাট থেকে সাংবাদিক বিপ্লবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটের মেঝেতে তার মরদেহ পড়ে ছিল।
আশপাশের লোকজন দুর্গন্ধ পেয়ে খবর দিলে পুলিশ ওই বাসায় গিয়ে তার মরদেহ দেখতে পায়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য ‘ক্রাইমসিন ইউনিটক’ খবর দেয়া হয়েছে বলে জানান ওসি।
মৃত বিপ্লব সাত দিন ধরে অফিসে আসছিলেন না জানিয়ে ফাইনেন্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি আজিজুর রহমান রিপন সংবাদমাধ্যমকে বলেন, কোনো খোঁজ না পেয়ে শনিবার তার বাসায় লোক পাঠানো হয়েছিল।