হোম জাতীয় রাজধানীতে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

জাতীয় ডেস্ক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম মুন্সি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেট সংলগ্ন প্রধান সড়কের বিপরীত পাশের ফুটপাত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে মারা যাওয়া ব্যক্তি ভবঘুরে ছিলেন। রাস্তাঘাটেই ঘোরাঘুরি করতেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন