হোম জাতীয় রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

জাতীয় ডেস্ক:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক (১৯) নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জুন) বিকেল পৌনে ৪টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপ-পরিদর্শক আলী আকবর।

তিনি জানান, বিকেলে কুড়িল বিশ্বরোডের উত্তর পাশে রেললাইনে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ওই কিশোরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলের আশপাশের কেউ তার পরিচয় জানাতে পারেনি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এ কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন