জাতীয় ডেস্ক :
ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও রাজপথে অবস্থান করছে রাঙামাটি জেলা যুবলীগ।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে শহরের পৌরচত্বর থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের হ্যাপির মোড় এলাকায় সমাবেশ করে। সমাবেশ শেষে রাজপথে পাশে অবস্থান করছে নেতাকর্মীরা।
বিক্ষোভ ও রাজপথে অবস্থান কর্মসূচিতে যুবলীগ ছাড়াও অংশ নেয় ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগের নেতাকর্মীরা।
এ সময় জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক শামসুর আলম বলেন, ঢাকায় বিএনপির মহাসমাবেশের নামে দেশে আবারও পেট্রোল বোমার রাজনীতি শুরু করার অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা তাদের এ সুযোগ দেব না।
জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল বলেন, গত কয়েকদিনে বিভিন্ন স্থানে বিএনপি নেতৃত্বে পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলা করা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে। এমন সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা বন্ধ না হলে এ অপশক্তিকে রাজপথে প্রতিহত করা হবে।
জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতেই বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে সহিংসতা করছে। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত ও নৈরাজ্য সৃষ্টিকারীদের জবাব দিতে রাজপথেই যুবলীগ রয়েছে এবং থাকবে।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, পৌর যুবলীগের সভাপতি আবু মুছা, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল ত্রিপুরা, সহ-সভাপতি শহিদুল ইসলাম স্বপন প্রমুখ।
