হোম ফিচার রণবীর-আলিয়ার বিয়েতে দীপিকা যাবেন কি?

বিনোদন ডেস্ক :

অবশেষে চার হাত এক হচ্ছে। বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-আলিয়া। আসছে ১৭ এপ্রিল চেম্বুরে রণবীরের পৈতৃক বাড়ি আর কে হাউসেই সাত পাকে বাঁধা পড়বেন তারা।

ইতোমধ্যে চলছে জোর গুঞ্জন–কারা কারা আমন্ত্রিত হচ্ছেন বলিউডের এই জনপ্রিয় জুটির বিয়েতে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের মূল আসরে থাকছেন শুধু পরিবার ও কাছের বন্ধুরা। তবে বিবাহ-পরবর্তী সংবর্ধনায় বসবে বলিউডের তারার মেলা। বিয়েতে ইতোমধ্যে নাকি আমন্ত্রণ পেয়েছেন সঞ্জয় লীলা বনসালি, আদিত্য চোপড়া, শাহরুখ খান, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর, করণ জোহরের মতো বলিউড তারকারা। তবে এ তালিকায় রণবীরের ‘সাবেক’রা থাকছেন কি না, তা নিয়ে এখন চলছে নানা গুঞ্জন।

রালিয়ার রাজকীয় বিয়ের আসরে ‘সাবেক’ প্রেমিকা দীপিকা পাডুকোন আসবেন কি না, এ নিয়ে মুখ খুলেছেন দীপিকা। এ নিয়ে তিনি বলেন, ‘অনেক দিন আমাদের মধ্যে কোনো কথা হয়নি। সেই রিসিপশনের আগে আমাদের কথা হয়েছিল। এরপর আর হয়নি। রণবীর এমনই। আমি এখন আর অবাক হই না। এটাই আমাদের মধ্যে সম্পর্ক এবং এটাই আমাদের সম্পর্কের সৌন্দর্য।’

ক্যারিয়ারের শুরুর দিকে রণবীর ও দীপিকা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তাদের জুটিও বেশ পছন্দ করে দর্শক। তবে পরবর্তী সময়ে দীপিকাই রণবীরের বিরুদ্ধে সম্পর্ক ভাঙার অভিযোগ আনেন। যদিও পরে সবকিছুই ঠিক করে নেন তারা। সম্পর্ক ভাঙার পরও একসঙ্গে সিনেমায় কাজও করেছেন দুজন।

সূত্র: টাইমস নাউ

সম্পর্কিত পোস্ট

মতামত দিন