হোম আন্তর্জাতিক রক্তের কোন গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি, জানাল গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক :

স্ট্রোক। শব্দটা শুনলেই যেন প্রাণ আতঙ্কে শিউরে ওঠে। আচমকা আততায়ীর মতোই হানা দেয় এই অসুখ। কিন্তু রক্তের গ্রুপ কী, সেটি জানা থাকলেই বোঝা সম্ভব আপনার স্ট্রোকের ঝুঁকি কতটা। অন্তত এমনটাই দাবি গবেষকদের।

যে গবেষণা ঘিরে এত আশাবাদী চিকিৎসক মহল, মনে করা হচ্ছে এ বিষয়ে আরও বেশি গবেষণা হলে স্ট্রোকের ঝুঁকি কমানো ও তা রুখে দেয়ার পথও খুঁজে পাওয়া যেতে পারে।

সম্প্রতি পিয়ার রিভিউ মেডিকেল জার্নাল নিউরোলজিতে প্রকাশিত এক গবেষণাপত্রে এ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। গবেষণাপত্রে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের স্কুল অব মেডিসিনের (ইউএমএসওএম) গবেষকরা দাবি করেছেন, বয়স ৬০ বছরের নিচে এবং রক্তের গ্রুপ ‘এ’ যাদের, তাদের স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি। অন্যদিকে সবচেয়ে কম ঝুঁকি যাদের রক্ত ‘ও’ গ্রুপের।

জানা গেছে, গবেষকরা ৪৮ ধরনের জিনের পরীক্ষা করেছেন প্রায় ১৭ হাজার রোগীর ওপর, যাদের স্ট্রোক হয়েছে। সব অংশগ্রহণকারীরই বয়স ছিল ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে। তাতে দেখা গেছে, ৬০ বছরের কম বয়সীদের মধ্যে যাদের রক্তের গ্রুপ ‘এ’ তাদের স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি ১৬ শতাংশ বেশি। অন্যদিকে ‘ও’ গ্রুপের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি ১২ শতাংশ কম।

কিন্তু ঝুঁকির এই তারতম্য কেন? এর উত্তরে গবেষণাপত্রটির অন্যতম লেখক নিউরোলজিস্ট স্টিভেন কিটনার বলেছেন, “আমরা এখনও জানিনা কেন ‘এ’ গ্রুপের রক্তে স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। তবে সম্ভবত এখানে রক্ত জমাট বাধার একটা ভূমিকা রয়েছে।”

রক্তনালি দিয়ে রক্ত মস্তিষ্কে পৌঁছায়। কিন্তু কোনোভাবে রক্তনালি ফেটে গেলে কিংবা রক্ত জমাট বাধলে স্ট্রোক হয়। তবে রক্তের গ্রুপের সঙ্গে স্ট্রোকের সম্পৃক্ততার বিষয়ে আরও বেশি তথ্য পাওয়া গেলে ভবিষ্যতে এই রোগ মোকাবিলার উপায় মিলতে পারে বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন