হোম আন্তর্জাতিক রক্তক্ষয়ী সহিংসতায় ক্ষমা চাইলেন লেবাননের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিক্ষোভ মিছিলে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। আহতের সংখ্যা ৩২।

রক্তক্ষয়ী এই সহিংসতায় জনগণের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। নিহতদের স্মরণে শুক্রবার (১৫ অক্টোবর) জাতীয় শোক দিবস পালিত হচ্ছে দেশটিতে।

লেবাননের রাজধানী বৈরুতে বৃহস্পতিবার হিজবুল্লাহ ও এর প্রধান মিত্র আমাল মুভমেন্টের ডাকা বিক্ষোভে সংঘটিত সহিংসতায় বেড়েই চলেছে হতাহতের সংখ্যা।

ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। একই সাথে জনগণের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। এছাড়া বৈরুতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। শুক্রবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নাজিব মিকাতি বলেন, আমরা খুবই কঠিন সময় পার করছি। হাসপাতালে অনেক রোগী ভর্তি রয়েছে। যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তবে আমরা এই পরিস্থিতি থেকে অব্যশই উঠে দাঁড়াবো।

নিহতদের স্মরণে শুক্রবার জাতীয় শোক দিবস পালিত হচ্ছে দেশটিতে। আগের দিন লেবানিজ প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় এই ঘোষণা দেন। এ সময় দেশে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করেন তিনি। এছাড়া হামলাকারীদের আটকের নির্দেশ দেন।

বৃহস্পতিবার হিজবুল্লাহর সমর্থকরা কালো পোশাক পরে বৈরুত জাস্টিস প্যালেসের সামনে বিক্ষোভ করেন। এ সময় তাদের ওপর গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন হতাহত হন। তবে কারা এই হামলা চালিয়েছে সে বিষয়টি এখনও জানা যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন