হোম আন্তর্জাতিক যুদ্ধ ইউক্রেনে, মুরগি সংকটে সিঙ্গাপুর!

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী শস্যের মূল্য বৃদ্ধির কারণে মালয়েশিয়া সরকার মুরগি রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে সিঙ্গাপুরের ওপর।

এ অবস্থায় বিপাকে পড়েছে সিঙ্গাপুর এবং অন্যান্য আমদানিকারক দেশ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলসহ প্রায় সব খাদ্যপণ্যের দাম। এ অবস্থায় বিপাকে পড়েছেন মালয়েশিয়ার মুরগি ব্যবসায়ীরা। মুরগির খাদ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় খাবারের দাম হাতের নাগালে না আশা পর্যন্ত জুন থেকে মুরগি রফতানীতে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া সরকার।

এ অবস্থায় বিপাকে পড়েছেন দেশটির খামার মালিকরা। এমনিতে টানা দুবছর করোনা মহামারির কারণে নানা প্রতিবন্ধকতার কারণে ব্যবসায় লোকসানের মুখে পড়তে হয়েছিল। তবে কিছুটা সামলে উঠলেও এখন আবার যুদ্ধের কারণে মূল্যবৃদ্ধি তাদের আরও বেশি লোকসানে ফেলবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে এ অবস্থায় রফতানিতে নিষেধাজ্ঞা তাদের জন্য আরও সমস্যা বয়ে আনবে। তাই সরকারের এমন সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরও চিন্তা করা প্রয়োজন বলেও মনে করছেন তারা।

এক দোকানি বলেন, ‘আমরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছি। লোকসান কমাতে আমাদের লোন প্রয়োজন। রফতানিও বাড়ানো প্রয়োজন। তা না হলে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হবে না।’

শুধু মালয়েশিয়ার ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন এমন নয়। বিপাকে পড়েছেন সিঙ্গাপুরের ব্যবসায়ীরাও। দেশটিতে এরই মধ্যে দেখা দিয়েছে মুরগি সংকট। এ অবস্থায় জনপ্রিয় সব রেস্টুরেন্টেও মিলছে না মুরগির নানা ধরনের খাবার।

আরেকজন বলেন, ‘রাইসে আমরা চিকেন সরবরাহ করতে পারছি না। এ অবস্থায় মনে হচ্ছে, চিকেন ছাড়া রাইস, বার্গার ছাড়া ম্যাকডোনাল্ডস।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন