হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল পৌনে ৭টার দিকে সান্তা ক্লারা কাউন্টির সান হোসে শহরের একটি রেল ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর শুনে যখন পুলিশ ঘটনাস্থলে যায়, তখনও গোলাগুলি চালিয়ে যাচ্ছিলেন বন্দুকধারী। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, নিহত ব্যক্তিদের মধ্যে রেলের কর্মীরাও রয়েছেন। হামলাকারী তাঁদের সহকর্মী ছিলেন।

মার্কিন গণমাধ্যম বলছে, ওই বন্দুকধারী হামলা চালানোর মধ্যেই আত্মহত্যা করেছেন। তবে এ ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছু বলেনি পুলিশ।

এদিকে, এ হামলার আগে হামলাকারীর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, হামলা চালানোর আগে ওই বন্দুকধারী নিজের ঘরে আগুন লাগিয়েছিলেন। হামলাকারীর নাম স্যামুয়েল ক্যাসিডি (৫৭) বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

সান হোসের নিরাপত্তাবাহিনীর এক মুখপাত্র এরিকা রে জানিয়েছেন, এই হামলাকে ঘিরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে গান ভায়োলেন্স আর্কাইভের বরাত দিয়ে বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রে চলতি বছরে ২৩০টি গণবন্দুক হামলার ঘটনা ঘটেছে। কোনো বন্দুক হামলায় যদি চার অথবা এর অধিক ব্যক্তি গুলিবিদ্ধ হন, তাহলে সেটিকে গণবন্দুক হামলা বলে ধরে নেয় সংস্থাটি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন