যশোর অফিস :
যথাযোগ্য মর্যাদায় যশোরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। আজ সোমবার সকালে যশোরের রায়পাড়াশংকর পুরবধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়েশহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে যশোরবাসী।
এদিনসকাল ৮টায় জেলা প্রশাসকত মিজুল ইসলাম খান পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনেরকর্মসূচিশুরুকরেন। এরপর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পুলিশ বাহিনীর পক্ষে পুষ্পার্জ্ঞ অপর্ন করেন।
পরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, আওয়ামীলীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীসংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলিজানান। এদিকে দিবসটি উপলক্ষে বেলা ১১টায় জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।