হোম অন্যান্যসারাদেশ যশোরের সিভিল সার্জন করোনায় আক্রান্ত হয়েছেন সংকল্প পরিবারের রোগ মুক্তির কামনা

যশোরের সিভিল সার্জন করোনায় আক্রান্ত হয়েছেন সংকল্প পরিবারের রোগ মুক্তির কামনা

কর্তৃক
০ মন্তব্য 90 ভিউজ

যশোর অফিস:
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীনের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। আপাতত তিনি তার সরকারি বাংলোতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন। পরে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষায় তার পজিটিভ আসে।

সাতক্ষীরার কুমিরা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র ডাঃ শেখ আবু শাহীন এর রোগ মুক্তি কামনা করেছে সংকল্প নিউজ পরিবার।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস পরীক্ষা কমিটির সদস্য শিরিন নিগার জানান, শনিবার তাদের ল্যাবে ৩২ জনের পরীক্ষা হয়। এতে জেলার সিভিল সার্জনসহ ১৫ জনের পজিটিভ আসে।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।
সিভিল সার্জন যশোরে করোনাভাইরাস মোকাবেলার জন্য গঠিত জেলা কমিটির তিন সদস্যের একজন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন