যশোর অফিস :
যশোরের মণিরামপুরে অন্ত:সত্ত্বা গৃহবধু পিয়া মন্ডল ও তার শিশু মেয়ে কথার হত্যাকারী কলেজ শিক্ষক কনা মন্ডলের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে যশোরে। আজ দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে গত ৭ আগস্ট বিকালে কলেজ শিক্ষক কনা মন্ডল দুইজনকে হত্যা করে রান্না ঘরের রশিতে ঝুলিয়ে রাখে। কনা মন্ডলের সাথে একাধিক নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে।
এই সম্পর্কের জের ধরে পিয়া মন্ডল ও তার মেয়েকে হত্যা করা হয়েছে। হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করেছে কনা মন্ডল। এসব ঘটনার পর এখনো নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কনা ও তার সহযোগিরা। বক্তারা অবিলম্বে কনা মন্ডলের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।