দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :
যশোরের বাঁগআচড়ায় ড. মশিউর রহমান মহিলা কলেজের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকাল ১২ টায় কলেজের ‘আমেনা খাতুন’ একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়া শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সূধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন সহ দেশের উন্নয়ন ও অগ্রগতিই প্রমাণ করে এই সরকার শিক্ষা ও জনবান্ধব সরকার।
সূধি সমাবেশে যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-১ সংসদীয় আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ,জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মশিউর রহমান,শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ,ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা নাসা বিঞ্জানী ড.মশিউর রহমান, কলেজ অধ্যক্ষ ইমান আলি সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষকমন্ডলী, সূধি, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।
