আন্তর্জাতিক ডেস্ক:
কথায় আছে, ‘চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা’। তবে এই বিদ্যা কাজে এলো না ২২ বছর বয়সী এক তরুণের। চুরি করার জন্য অভিনব কৌশল অবলম্বণ করলেও শেষমেষ ধরা পড়লেন তিনি।
চুরি করার জন্য দোকানে সাজিয়ে রাখা কিছু ম্যানিকিনের (পণ্য প্রদর্শনে ব্যবহৃত পুতুল) পাশেই ম্যানিকিন সেজে দাঁড়িয়ে পড়েন তিনি। যা প্রথম দেখায় যেকোনো মানুষের চোখকে ফাঁকি দিতে পারবে। দেখে বোঝার কোনো উপায় নেই যে কোনো মানুষ দাঁড়িয়ে। মনে হবে যেন ম্যানিকিনই দাঁড়িয়ে আছে।
তার এই অভিনব কায়দা দোকানির চোখ এড়াতে পারলেও ধরা পড়েছে ক্যামেরায়। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। যে খবর উঠে এসেছে বিবিসির এক প্রতিবেদনে।
প্রতিবেদন মতে, চুরির উদ্দেশ্যে দোকান বন্ধ না হওয়া পর্যন্ত পুতুলের মতো দাঁড়িয়ে ছিলেন ওই তরুণ। দোকান বন্ধ হওয়ার পর অন্য একটি কাপড়ের দোকানে ঢুকে নিজের পরনের কাপড় পাল্টে নতুন কাপড় পরে নেন তিনি।
এরপর একটি রেস্তোরাঁয় গিয়ে খাবার খান তরুণ। তবে এই সময় কাপড়ের দোকানের সিসিটিভি ক্যামেরায় পুরো দৃশ্যটি ধরা পড়ে। আর তা দেখেই নিরাপত্তাকর্মীরা তাকে হাতেনাতে ধরেন এবং পুলিশে দেন।
ওয়ারশ’র পুলিশ জানিয়েছে, এর আগেও অন্য শপিংমলে চুরি করেছেন ওই তরুণ। এবার দোষী সাব্যস্ত হলে তার ১০ বছরে পর্যন্ত কারাদণ্ড হতে পারে। পুলিশের মুখপাত্র রবার্ট সুমিয়াটা বলেন, ‘দোকান বন্ধের পর তিনি (ওই তরুণ) বেশ কয়েকটি ক্যাশ কাউন্টার থেকে টাকা চুরিসহ আরও কিছু পণ্য চুরি করেন ।’