হোম অন্যান্যসারাদেশ মৌলবাদ, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক অসঙ্গতির বিরুদ্ধে মানববন্ধন

যশোর অফিস :

মৌলবাদ, জঙ্গীবাদ, সাম্প্রদায়িক সংঘাতসহ সামাজিক সকল অসঙ্গতির বিরুদ্ধে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে প্রেসক্লাব যশোর সামনে সম্মিলিত সামাজিক জোট যশোর শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে সম্মিলিত সামাজিক জোট যশোর শাখার সভাপতি শরীফ এ মাসউদ হিমেলের সভাপতিত্বে ৮টি সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, যারা বাংলাদেশে বসবাস করে এখনো পাকিস্তানের নাগরিকভাবে এবং পাকিস্তানি নীতি চালু করতে চাই তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে। এরাই স্বাধীনতা ও উন্নয়নে বিশ^াস করেনা। যারা বাংলাদেশের সম্প্রতি ধ্বংস করতে চাই অবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন