জাতীয় ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে রোববার (১২ নভেম্বর) রাতে প্রত্যয় পরিবহনের বাসে আগুন দেয়ার ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২।
মঙ্গলবার (১৪ নভেম্বর) এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য জানিয়েছে র্যাব। তবে প্রাথমিকভাবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি র্যাব।
বিবৃতিতে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় প্রত্যয় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাসটি গাবতলী থেকে বাবুবাজার রুটে চলাচল করে।
গত ২৮ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ১১ কর্মদিবসে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি ও সমমনা দলগুলো।
এ সময়ে ১৩০টিরও বেশি বাসে অগ্নিকাণ্ডের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে চতুর্থ দফা অবরোধের শেষ দিন সোমবার ১৪টি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।