হোম অন্যান্যসারাদেশ মোল্লাহাটে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

মোল্লাহাটে শনিবার (৫আগস্ট) নানা আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয় এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি)তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ সালাম, নির্বাচন কর্মকর্তা মোঃ ইসহাক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ফায়ার সার্ভিস এ স্টেশন অফিসার, পল্লি বিদ্যুৎ এজিএম মাহফুজুর রহমান, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল, মোঃ মনিরুজ্জামান মিয়া, প্রধান শিক্ষক ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন প্রমুখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন