মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
মোল্লাহাটে বুধবার (৩০ নভেম্বর) সকালে ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ এর মোল্লাহাট শিশু, যুব ও সমাজ উন্নয়ন প্রকল্প(এমসিওয়াইসিডিপি) উদ্যোগে, ট্রান্সফর্ম এইড ইন্টারন্যাশনাল ও অস্ট্রেলিয়ান এইড এর আর্থিক সহায়তায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন সহায়তায় ৭দিন ব্যাপী এক প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
আটজুড়ী ও কোদালিয়া ইউনিয়নের ২শত জন মহিলা বসতবাড়িতে সবজি চাষ বিষয়ক এ প্রশিক্ষনে অংশ নিচ্ছে বলে জানাগেছে। ৩০ নভেম্বর থেকে ১২ডিসেম্বর পর্যন্ত ৪টি ব্যাচে ৮দিন এ প্রশিক্ষন চলবে। প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে বিভিন্ন প্রকার শাক/সবজির বীজসহ অন্যান্য সয়াহতা প্রদান করা হবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস। আরো উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, উক্ত প্রকল্পের মনিটরিং অফিসার প্রকাশ দাস ও মাঠকর্মীগন।
