হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে নারী উদ্যোক্তাদের বিশেষ উঠান বৈঠক

মোল্লাহাটে নারী উদ্যোক্তাদের বিশেষ উঠান বৈঠক

কর্তৃক Editor
০ মন্তব্য 110 ভিউজ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

মোল্লাহাটে রবিবার(১১মার্চ) উপজেলা প্রশাসন ও তথ্য কেন্দ্রের আয়োজনে, জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” প্রতিপাদ্যের আলোকে লাল সবুজ মার্কেট প্লেসের নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে নারী উদ্যোক্তাদের তৈরী বিভিন্ন পণ্যের গুনগত মান উন্নয়ন ও অনলাইন বাজারজাতকরণ সহ নানা বিষয়ে অভিজ্ঞ রিসোর্স পার্সন দ্বারা প্রশিক্ষন দেওয়া হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ সালাম।

আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, জাতীয় মলিা সংস্থার সভানেত্রী আম্বিয়া জামান, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যম কর্মিবৃন্দ, নারী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। সার্বিক তত্তাবধানে ছিলেন উপজেলা তথ্য কেন্দ্রের সমন্বয়কারী যুথিকা বিশ্বাস।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন