মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে, পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ইসির দেওয়া দিকনির্দেশনা সম্পর্কে সকলকে অবহিত করেন। আইন শৃঙ্খলা কমিটির সভায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন সহকারী কমিশনার(ভুমি) সুস্মিতা সাহা, থানা অফিসার ইনচার্জ ফজলুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান,পল্লী বিদ্যুৎ ডিজিএম বিশুদ্ধানন্দ পুরব্রাহ্মণ, উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক আহ্বায় শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী,
উপজেলা জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি এসএম নাসির উদ্দিন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মোঃ পারভেজ আলম, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম দিদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক প্রতিনিধি প্রমুখ।
