মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধঃ
বাগেরহাটের মোল্লাহাটে হাড়িদাহ, কাহালপুরের ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠ ভূমিদস্যদের দখল মুক্ত করতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৫ অক্টোবর) সকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের খলিলুর রহমান কলেজ থেকে শুরু করে উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়। মানববন্ধন শেষে এ বিষয়ে প্রতিকার পাওয়ার আশায় এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার এর সাথে বৈঠক করেন। নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ড বিষয়টি নিয়ে বাদী-বিবাদী দুই পক্ষ সাথে কথা বলেন এ সময় বর্তমানে ভোগ দখলীয় নজরুল ইসলাম চৌধুরী গং নির্বাহী অফিসার কে জানান, এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।উপজেলা নির্বাহী অফিসার তখন কাগজপত্র দেখতে চাইলে তারা তখন দেখাতে পারেনি। এরপর তিনি বিবাদীদের আগামী ১০ কর্মদিবসের মধ্যে মামলার কাগজপত্র সহ তার কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশনা প্রদান করেন। এলাকাবাসীর অভিযোগ বিবাদীদের দাবিকৃত জমির থেকে অনেক বেশি জমি মামলার জটিলতায় ফেলে নিজেরা ভোগ দখল করছে, যে জমিতে ভালো মানসম্পন্ন একটি খেলার মাঠ করা সম্ভব। এ এলাকায় কোন খেলার মাঠ না থাকায় যুব সমাজ খেলাধুলার কোন জায়গা না পেয়ে ধীরে ধীরে বিপথগামী হয়ে যাচ্ছে, তাই খেলার মাঠ ফিরে পেতে তারা জোর দাবি জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।