হোম খুলনাবাগেরহাট মোরেলগঞ্জে দাখিল কেন্দ্রে নকল সরবরাহের দায় আটক-১

মোরেলগঞ্জে দাখিল কেন্দ্রে নকল সরবরাহের দায় আটক-১

কর্তৃক Editor
০ মন্তব্য 149 ভিউজ

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে দাখিল পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র ফাস ও উত্তরপত্র সরবরাহের ঘটনায় বহিরাগত এক যুবককে হাতে নাতে আটক করেছে উপজেলা ইউএনও মো. তারেক সুলতান। এ ঘটনায় জড়িত রয়েছে আরও ৩ ম্দ্রাসা শিক্ষক। ঘটনাটি ঘটেছে রোববার দাখিল পরীক্ষা চলাকালিন উপজেলার দাখিল পরীক্ষা কেন্দ্র-২ পোলেরহাট আজহারিয়া দাখিল মাদ্রাসায়।

প্রশাসন সূত্রে জানাগেছে, ঘটনার সময় ওই কেন্দ্রে ইংরেজি বিষয় পরীক্ষা চলাকালে আল আমিন (২১) নামের উক্ত বহিরাগত যুবক ওই কেন্দ্রের গেটে অবস্থান নিয়ে মোবাইল হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ করে আবার উত্তরপত্র তৈরী করে কেন্দ্রের ভেতরে সরবরাহ করছিলো। ঠিক ওই সম কেন্দ্রে পওবেশকালে সন্দেহজনকভাবে তাকে হাতেনাতে আটক করেন উপজেলা ইউএনও এস.এম. তারেক সুলতান। আটক আল আমিন উপজেলার পুটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের মাসুদ খানের ছেলে।

আটক আল আমিনের স্বীকারক্তি অনুযায়ী প্রশ্নপত্র ফাসের এ ঘটনায় আরও ৩ শিক্ষক জড়িত বলে জানাগেছে। জড়িতরা হলো ফুলহাতা ফজলুল করিম দাখিল মাদ্রাসার শিক্ষক আ. আলীম, পঞ্চকরণ সিরাজ স্মৃতি দাখিল মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম গাজী ও সোনাখালী আহম্মদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ইয়াকুব আলী।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন জানান, এ ঘটনায় পাবলিক পরীক্ষা অপরাধ ১৯৮০ আইনে এদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন