হোম অন্যান্যসারাদেশ মোংলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন সাড়ে পাঁচ হাজার পরিবার

মোংলা প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মোংলায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৬ মে) তার এই উপহার তাদের হাতে তুলে দেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।

এদিন সকাল ১০ টায় পৌরসভার নয়টি ওয়ার্ডের পাঁচ হাজার ছয়’শ ছয়জন পরিবারের মধ্যে পাঁচ’শ জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার তুলে দেওয়া হয়। উপহারের মধ্যে ছিল ১০ কেজি চাল ও নগদ সাড়ে চার’শ টাকা। এসময় পৌরসভার সকল কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন, বর্তমান সরকার গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের পাশে আছে। সমাজে পিছিয়ে পড়া এসব জনগোষ্ঠিকে ভাল রাখতে প্রধানমন্ত্রী সবসময় আন্তরিক। তাই করোনার মত দূর্যোগ থাকা সত্বেও আসছে ঈদে অসহায় এসব মানুষের মাঝে তার ঈদ উপহার পৌঁছে দিয়েছেন, এটাই মানবতা।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই উপহার পৌরসভার পাঁচ হাজার ছয়’শ ছয়জন পরিবারের মাঝে পর্যায়ক্রমে দেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন