হোম এক্সক্লুসিভ মোংলায় পশুর নদীতে ডুবেগেছে কয়লা বোঝাই লাইটার জাহাজ এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১

বাগেরহাট প্রতিনিধি:

মোংলা বন্দরের পশুর চ্যানেলের কানাইনগর সংলগ্ন এলাকায় কয়লা বোঝাই লাইটার জাহাজ এমভি প্রিন্স অব ঘষিয়াখালী ১ ডুবেগেছে। এসয় সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে ডুবে যাওয়া লাইটারের কর্মচারীরা। ডুবে যাওয়া লাইটার এমভি প্রিন্স অব ঘষিয়াখালী যশোরের নোয়াপাড়া ঘাটে যাচ্ছিলো। দুপুর আড়াইটার সময় লাইটারটি নদীতে তীব্র বাতাসের কারনে ডুবোচরে আটকে তলা পেটে ডুবে যায়।

মোংলা লাইটার শ্রমিক এসোসিয়েশনের মোংলা শাখার সহ সভাপতি মাইনুল হোসেন মিন্টু জানান, বন্দরের ফেয়ারওয়ে এলাকায় অবস্থানে থাকা কয়লাবাহী একটি বানিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে যশোরের নোয়াপাড়া ঘাটে যাওয়ার জন্য ছেড়ে আসে লাইটারটি। পশুর নদীর কানাইনগর এলাকায় আসলে দুপুর সোয়া দুইটায় লাইটারটি ডুবেযায়।

মোংলা বন্দর কতৃপক্ষ জানিয়েছে পশুর চ্যানেলে লাইটার ডুবির ঘটনায় বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন