মোংলা প্রতিনিধিঃ
মোংলার চিলা ইউনিয়নের হুলদিবুনিয়া গ্রামে স্বামী পরিত্যাক্তা দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় একই এলাকার বাসিন্ধা ধর্ষক শাকিল হাওলাদারের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই নারী ।
অভিযোগ ও স্থানীয়দের বক্তব্যে জানাযায়,গেল ১৩ জুন রাতে দুই শিশু সন্তান নিয়ে গুমাচ্ছিলেন স্বামী পরিত্যাক্তা ওইনারী। ঘরে অন্য কেউ না থাকায় পাশ্ববর্তী বাসিন্ধা ইসমাইল হাওলাদারের ছেলে সাকিল হাওলাদার(২৫) ঘরে প্রবেশ করে ওই নারীকে জোর পূর্বক ধর্ষন করে। পরের দিন ভোরে ধর্ষিতা নারী সবাইকে ওই ঘটনা জানালে তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে সাকিল হাওলাদার ও তার আত্বীয় স্বজনরা। ধর্ষনের ঘটনা জানাজানি করলে মারধরসহ নানা হুমকি ধামকি দেয় ধর্ষিতা নারীকে। এর পর ১৪ জুন মোংলা থানায় লিখিত অভিযোগ দাখিল করে, বৌদ্ধমারী বাজারে দুই শিশু সন্তান নিয়ে মামার বাড়ীতে অবস্থান নিয়েছে সে নারী।
ধর্ষনের ঘটনায় ৭ দিন পরেও দাখিলকৃত অভিযোগটি এফআইআর হিসেবে রেকড় হয়নি।
এ বিষয়ে মোংলা থানার এসআই মো: আহাদ আহম্মদ বলেন, ওই ঘটনা অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ নাকি ধর্ষণ সেটি নিয়ে তদন্ত
চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।
তবে বিষয়টি ধাপা চাপা দেয়ার জন্য স্থানীয় প্রভাবশালী
জনৈক শাহজাহানসহ কয়েকজন উঠে পড়ে লেগেছেন বলেও অভিযোগ
উঠেছে। ধর্ষিতার মামা ফরহাদ শেখ জানান,ধর্ষনের ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করতে স্থানীয় একটি প্রভাবশালী গ্রুফ তাদের ৫ হাজার টাকা দেয়ার প্রস্তাব দিয়েছে।
এদিকে এঘটনার পর থেকে ধর্ষক শাকিল গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছেন
স্থানীয়রা। বিষয়টি জানতে চাইলে সাকিলের পিতা ইসমাইল হাওলাদার জানান, লোকের মাধ্যমে তিনি জেনেছেন,তার ছেলে ধর্ষন করেনি।