মোংলা প্রতিনিধি :
প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে মোংলায় গন সচেতনতা মূলক র্যালী ও মাস্ক বিতারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হেটে হেটে এই মাস্ক বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপ মন্ত্রী ও স্থানীয় সাংসদ বেগম হাবিবুন নাহার। কিছুদিন আগে করোনার ধকল কাটিয়ে তিনি এই সচেতনতায় নেমে পড়েছেন।
এসময় শহরের প্রায় পাঁচ শতাধিক পথচারী ও ব্যবসায়ীদের নিজ হাতে মাস্ক পরিয়ে দেন মন্ত্রী। তিনি এসময় জনতার উদ্দেশে বলেন, সরকারের ঘোষনা অনুযায়ী করোনার দি¦তীয় ধাপে মহামারীর হাত থেকে বাঁচতে আমাদের কঠোরভাবে সচেতন হতে হবে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল, পরিস্কার পরিচ্ছন্ন ও ভিটামিন সি যুক্ত ভাবার এবং রোগ প্রতিরোধ খাবার বেশি করে খাওয়ার আহবান জানান উপ মন্ত্রী হাবিববুন নাহার।
এসময় তার সাথে ছিলেন, মোংলার ইউএনও কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশি, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) আসিফ ইকবাল, মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা। গন সচেতনতা মূলক এই উদ্যোগের আয়োজন করে মোংলা থানা পুলিশ। পুলিশের এই আয়োজনের মূল প্রতিবাদ্য ছিল ‘নো মাস্ক নো মুভমেন্ট’।
(অ)
