ফুটবল বিশ্বকাপ :
কাতার বিশ্বকাপ থেকে ইংল্যান্ড ও ব্রাজিল কিছুটা আগেভাগে বিদায় নেয়ায় অনেকটাই সুবিধা হয়েছে জুয়াড়িদের জন্য। লুসাইল স্টেডিয়ামে রোববার (১৮ ডিসেম্বর) শিরোপার লড়াইয়ে মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স। এ ফাইনাল ম্যাচ ঘিরে কোটি কোটি টাকা লাভ-ক্ষতির অঙ্ক কষছে বিশ্বের শীর্ষস্থানীয় জুয়াড়ি প্রতিষ্ঠানগুলো।
বিশ্বের সেরা মঞ্চে নিজেদের চেনাতে কেউই বাকি রাখেননি। কাতারে দারুণ ফর্মে রয়েছেন মেসি। চলতি বিশ্বকাপে আর্জেন্টাইন অধিনায়কের গোলসংখ্যা ৫টি। আর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে এমবাপ্পে। এবারের আসরেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন ফরাসি তারকা। ৫ গোল দিয়ে লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে আছেন তিনিও।
এবার কাতারে শিরোপার লড়াইয়ে তারা চাইবেন একে অন্যকে ছাপিয়ে যেতে। ট্রফি ঘরে নেবে কার দল, সেটা জানা যাবে ম্যাচ শেষে। তবে তার আগে কিলিয়ান এমবাপ্পের পক্ষে প্রার্থনা শুরু করে দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় জুয়াড়ি প্রতিষ্ঠানগুলো। কিন্তু ৩৫ বছর বয়সি লিওনেল মেসির অসাধারণ দক্ষতা তাদের ভয় ধরিয়ে দিচ্ছে। কারণ ৭ বারের ব্যালন ডি’ অর জয়ী তারকার জন্য বিশ্বকাপ জয়ের এটিই শেষ সুযোগ।
বিশ্বের সবচেয়ে প্রাচীনতম জুয়াড়ি প্রতিষ্ঠান ফিটজদারেসের সিইও উইলিয়াম উডহ্যামস বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের একটি অংশ ফরাসিদের পক্ষ নেবে। আমরা মেসির একটি গোল ও আর্জেন্টিনার জয়ের ‘আশঙ্কা’ করছি। কিন্তু আমাদের চাওয়া, মেসির চেয়ে এমবাপ্পে বেশি গোল করে ফ্রান্সকে জয় এনে দেবে। শিরোপা নির্ধারণী ম্যাচে আমরা ফ্রান্সকে সমর্থন দেবো।’’
উডহ্যামস বলেন, ‘গ্রাহকদের কাছে এমবাপ্পের তুলনায় মেসি বেশি প্রিয় হয়ে উঠছেন, যদিও সমান ৫টি করে গোল নিয়েই ফাইনাল খেলতে নামছে এই দুই ফুটবল তারকা।’
তিনি আরও বলেন, ‘গোল্ডেন বুটজয়ী হিসেবে মেসির পক্ষেই বাজির অর্থ বিনিয়োগ করছে অধিকাংশ গ্রাহক। কিন্তু টুর্নামেন্টের আগে এমবাপ্পের পক্ষে বেশি বিনিয়োগ হয়েছিল। এখন তারা মেসির দিকেই বেশি ঝুঁকে পড়েছে। মেসি যদি গোল্ডেন বুট জয় করেন, তাহলে আমাদেরকে ৫ লাখ পাউন্ড পরিশোধ করতে হবে।’
