জাতীয় ডেস্ক :
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দেড় বছর বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে চুক্তিভিত্তিক নিয়োজিত প্রাক্তন সচিব শাহাবুদ্দিন আহমদকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ২০২৩ সালের ২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১ জুলাই পর্যন্ত (এক বছর ছয় মাস মেয়াদে) একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এছাড়া পৃথক প্রজ্ঞাপনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব খলিলুর রহমানকে ৩১ ডিসেম্বর থেকে অবসর দেয়া হয়েছে।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী ৩১ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্টসহ ১ জানুয়ারি ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত ১ (এক) বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।
তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
