জাতীয় ডেস্ক :
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে জুয়া খেলার ছবি তোলায় দৈনিক সভ্যতার আলোর সিনিয়র রিপোর্টার ও দৈনিক সমকাল প্রতিনিধি মিজানুর রহমান ঝিলুর ওপর হামলা এবং তাদের ক্যামেরা ছিনতাই করেছে জুয়াড়িরা।
রোববার (৯ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইনের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করেন। অভিযানে কাউকে আটক করা যায়নি। আহত সাংবাদিক ঝিলুকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
মিজানুর রহমান ঝিলু জানান, জুয়া খেলার সময় তিনি ছবি তুলতেই জুয়াড়িরা তার ওপর আক্রমণ চালায়। এ সময় তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, ঘাট নিড়িবিলি থাকার সুযোগে ঘাটটি এখন নেশাখোর এবং জুয়াড়িদের আড্ডায় পরিনত হয়েছে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন বলেন, খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে কাউকে আটক করতে পারিনি। আমরা পৌঁছানোর আগেই তারা পালিয়েছে। তবে অপরাধীদের দ্রুতই গ্রেফতারের চেষ্টা চলছে।
