হোম বিনোদন ‘মুজিব: একটি জাতির রূপকার’: ছবিটা এক নিঃশ্বাসে দেখে ফেলার মতো: তথ্যমন্ত্রী

বিনোদন ডেস্ক:

‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের ভূয়সী প্রশংসা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, সিনেমাটি এক নিঃশ্বাসে দেখে ফেলার মতো।

শনিবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছবির সেন্সর হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সিনেমার অভিনয়শিল্পীদের প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, যারা যে চরিত্রে অভিনয় করেছেন তাদের চেহারার মিল আছে।

তিনি বলেন, ‘আমি দুইবার ছবিটা দেখেছি, আরও কতবার যে দেখবো জানি না। ছবিটা এক নিঃশ্বাসে দেখে ফেলার মতো, কোনো ক্লান্তি আসবে না।’

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি খুব তাড়াতাড়ি মুক্তি দেয়া হবে বলেও জানান মন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জীবনীচিত্রটি (বায়োপিক) নির্মিত হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। ছবিটির পরিচালক ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়।

অতুল তিওয়ারি ও শামা জায়দির ইংরেজি চিত্রনাট্য থেকে এই ঐতিহাসিক সিনেমাটি বাংলায় রূপায়িত হয় আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে। এতে প্রায় দেড়শ’ চরিত্রের মধ্যে বাংলাদেশের শতাধিক শিল্পী অভিনয় করেছেন।

ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ। আর শেখ হাসিনা চরিত্রে আছেন নুসরাত ফারিয়া। বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে।

এছাড়া তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, খায়রুল আলম সবুজ, গাজী রাকায়েত, সায়েম সামাদ, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, প্রার্থনা দীঘিসহ শতাধিক শিল্পী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন