জাতীয় ডেস্ক :
বান্দরবানের তুমব্রুতে মিয়ানমার সীমান্তে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণের ঘটনায় মো. কাদের (৫০) নামে বাংলাদেশি এক নাগরিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবানের তুমব্রু সীমান্তে গরু আনতে গেলে এ ঘটনা ঘটে। পা বিচ্ছিন্নের ঘটনায় গুরুতর আহত কৃষক কাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার চেরারকুল ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্য মোহাম্মদ রিপন কৃষক কাদেরের আহতের বিষয়টি নিশ্চিত করেন।