হোম আন্তর্জাতিক মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের কায়াহ রাজ্যে বিদ্রোহীদের হামলায় সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে সংঘাতকালে যুদ্ধবিমানটি গুলি করে ভূপাতিত করেছে কারেন বিদ্রোহীরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদন মতে, গত শনিবার (১১ নভেম্বর) কায়াহ রাজ্যের পূর্বাঞ্চলে থাইল্যান্ড সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী ও কারেন বিদ্রোহী গোষ্ঠীর (কেএনডিএফ) যোদ্ধাদের মধ্যে সংঘর্ষকালে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

কেএনডিএফ জানিয়েছে, যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে তারা। জান্তা সরকারের মুখপাত্র জ মিন তুন যুদ্ধবিমান ধ্বংসের বিষয়টি স্বীকার করেছে। তবে তার দাবি, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে প্রযুক্তিগত ত্রুটির কারণে।

তিনি জানিয়েছেন, এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুই পাইলট বিমান থেকে নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন এবং পরে তারা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছেন। যুদ্ধবিমান ধ্বংসের ঘটনাকে মিয়ানমার জান্তার জন্য একটা বড় ধাক্কা বলে অভিহিত করেছে রয়টার্স।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সামরিক অভ্যুত্থানের মধ্যদিয়ে মিয়ানমারের ক্ষমতায় আসে দেশটির কুখ্যাত সেনাবাহিনী। কিন্তু সেনাশাসিত জান্তা সরকারকে মেনে নেয়নি মিয়ানমারের জনগণ।

তারা গত দুই বছরেরও বেশি সময় ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে। জান্তা সরকারের বিরুদ্ধে অস্ত্রও ধরেছে তারা। গণতন্ত্রপন্থিদের সঙ্গে এই লড়াইয়ে যোগ দিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোও।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন