বিনোদন ডেস্ক:
সুন্দরী প্রতিযোগিতা কথাটি শুনলেই চোখে ভাসে রোগা, পাতলা অল্প বয়সী সুন্দরী। তবে সেই ভাবনাকে এবার ভেঙে দিতে যাচ্ছেন মিস নেপাল জেন দীপিকা গ্যারেট।
জানা গেছে, মিস ইউনিভার্সের ইতিহাসে এই প্রথমবার কোনো প্লাস সাইজ মডেল অংশ নিলেন। আর জেন দীপিকাই সেই প্রথম প্লাস সাইজ মডেল।
এদিকে মিস ইউনিভার্সের সুইমস্যুট রাউন্ডে সবার নজর কেড়েছেন জেন। তার কনফিডেন্স, তার সৌন্দর্য সবার মন কাড়ে। মেটালিক গ্রিন সুইমস্যুট পরে তাকে আন্তর্জাতিক মঞ্চে হাঁটতে দেখা যায়। সঙ্গে পরেছিলেন স্ট্র্যাপ হিল এবং বড় কানের দুল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জেন লেখেন, শীর্ষ ২০ এ জায়গা করে নিয়েছেন জেন।
তিনি লেখেন, ‘আমি আমার সকল ভক্ত এবং যারা আমাকে সমর্থন করেছেন তাদের কাছে কৃতজ্ঞ। আমি আমার সেরাটা দিয়েছি এবং এটাই গুরুত্বপূর্ণ! গোটা বিশ্বে ছড়িয়ে থাকা রিয়েল সাইজ বিউটির প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। এবং সৌন্দর্য প্রতিযোগিতার স্টেরিওটাইপগুলেঅ ভেঙে দিতে পেরে ইম গর্বিত।’
জেন দীপিকা গ্যারেট পেশায় একজন নার্স এবং ব্যবসায়ী। তিনি মানসিক স্বাস্থ্য এবং বডি পজিটিভিটি ছড়ানো নিয়েও কাজ করেন।