হোম অন্যান্যসারাদেশ মিলনকে সভাপতি ও দ্বীপকে সাধারন সম্পাদক করে তালা উপজেলা ছাত্রলীগ কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি :

মিলন কুমার রায়কে সভাপতি ও ফারদীন এহসান দ্বীপকে সাধারন সম্পাদক সহ ২২ সদস্যের তালা উপজেলা কমিটি দিয়েছে জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার(২৬অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান এবং সাধারন সম্পাদক সুমন হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

নবাগত কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন মো.শরিফুদ্দীন আজাদ(সবুজ), ময়নুল ইসলাম ,শেখ ফাহিম কার্জন, মো. ফরিদ হাসান জুয়েল, মো. মেহেদী হাসান সোহাগ, গোপীনাথ শীল, ইয়াছিন আলী, যুগ্ম-সম্পাদক পদে, তন্ময় দে, মো.শাওন আহম্মেদ মোড়ল, নুর হোসেন রাজন, শেখ আওয়াল হোসাইন, রাসেল পারভেজ রাব্বি, সাংগনিক সম্পাদক তৈহিদুজ্জামান তোহিদ, সৈয়দ রাকিব, মো.শাহারিয়ার নাফিজ, মো. নয়ন হোসেন, দপ্তর সম্পাদক পদে আল-মামুন হোসেন, উপ- দপ্তর সম্পাদক মো.সেফায়েত গাজী প্রচার -সম্পাদক পদে দেব প্রশাদ পাল, উপ -প্রচার সম্পাদক পদে তানভীর আহম্মেদ দীপ্ত।

ছাত্রলীগের আদর্শ ধারন করে সংগঠনকে গতিশীল করার লক্ষে এক বছর মেয়াদী এই কমিটি বলে জানিয়েছে জেলা ছাত্রলীগের একটি সুত্র।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন