হোম জাতীয় মা-মেয়ে হত্যা: ‘পাপিয়াকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিতেন মনির’

জাতীয় ডেস্ক:

পাপিয়াকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিতেন মনির হাওলাদার (৪৫)। কুপ্রস্তাবে রাজি না হলে, তাকে মেরে ফেলারও হুমকি দেয়া হয়। এজন্য পাপিয়া খুব ভয়ে ভয়ে থাকতেন। অনেক সময় নিজ বাড়ি ছেড়ে, অন্য বাড়িতেও ঘুমাতে যেতেন পাপিয়া।

শনিবার (১২ আগস্ট) সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলায় উত্তর রাজাপুর গ্রামে নিহত পাপিয়ার ছোটবোন সুমি আক্তার এসব কথা বলেন।

সুমি আরও বলেন, মঠবাড়িয়া উত্তর রাজাপুর গ্রামে আপার বাসাতেই ছিলাম। শুক্রবার (১১ আগস্ট) সকালেই আমি একই এলাকার নিজ বাড়ি ফিরে যাই। আপা মাঝেমাধ্যেই বলতেন, এলাকার মনির তাকে বিরক্ত করেন। মনিরের কুপ্রস্তাবে রাজি না হলে, আপাকে মেরে ফেলারও হুমকি দেন তিনি। এজন্য আপা খুব ভয়ে থাকতেন।

নিহত শিশু ছাওদা জেনির চাচা স্কুলশিক্ষক আবু তালেব টুকু বলেন, ছোট ভাইয়ের এক ছেলে এক মেয়ে। বড় ছেলেটি মঠবাড়িয়ায় থাকেন। আমার ভাই ঢাকার একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। আর মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন ভাইয়ের বউ পাপিয়া আক্তার। এলাকার মনিরের বিষয়টি আমরাও জানতাম। তবে ভয়ে কথা বলতে পারিনি। কারণ এর আগেও মনির ও তার ভাইয়েরা এলাকার অনেক মানুষকে অন্যায়ভাবে মেরেছে।

এর আগে শুক্রবার (১১ আগস্ট) গভীর রাতে বাগেরহাটের শরণখোলায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা মামলায় এজাহারনামীয় তিনভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারা হলেন- শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের আব্দুস সামাদ হাওলাদারের ছেলে মনির হাওলাদার (৪৫), নেহারুল হাওলাদার (৪৮) ও মিলন হাওলাদার (৪০)। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

রাতেই নিহতের ভাই আল আমিন খলিফা বাদী হয়ে হত্যার শিকার পাপিয়ার স্বামী আবু জাফরসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চারজনকে আসামিকে করে শরণখোলা থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, মা-মেয়ে হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা আপন তিন ভাই। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামে নিজ বাড়িতে পাপিয়া আক্তার (৩৮) ও তার মেয়ে ছাওদা জেনিকে (৫) কুপিয়ে হত্যা করা হয়।

হত্যার স্বীকার পাপিয়া আক্তার উত্তর রাজাপুর গ্রামের আবু জাফরের স্ত্রী এবং ধানসাগর এলাকার মো. আব্দুল হোসেন খকিফার মেয়ে। ছাওদা জেনি পাপিয়া আক্তার ও আবু জাফর দম্পতির মেয়ে। তাদের একটি ছেলে রয়েছে। ছেলেটি মঠবাড়িয়ায় থাকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন