জাতীয় ডেস্ক:
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে বোন ডেকে নিঃশর্ত ক্ষমা চেয়ে অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন সেই সৈনিক লীগ নেতা মাহাবুর রহমান মাহাম।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং রাজশাহী যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতে উপস্থিত হয়ে মাহিয়া মাহিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চান তিনি। এরপর বিচারক আবু সাঈদ তাকে অভিযোগ থেকে মুক্তি দেন।
মাহাম আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, ‘আবেগে করে ফেলেছি, ভুল হয়েছে, মাফ চাই। মাহিয়া মাহি আমার বোন, এমন ভুল আর হবে না।’
এর আগে মাহাম শনিবার রাতে তার ফেসবুক আইডি থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতাপেটা করার হুমকি দেন। পাশাপাশি মাহি ওই আসনের নৌকার প্রার্থী ফারুক চৌধুরীর বাড়ির কাজের লোকের যোগ্য নন বলেও দাবি করেন। এতে নির্বাচনী অনুসন্ধান কমিটি তাকে শোকজ করে।
মাহামের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের গাড়ি ভাঙচুরের মামলা রয়েছে। গত পৌরসভা নির্বাচনে মারামারির ঘটনায় তাকে আটক করেছিল ভ্রাম্যমাণ আদালত। মাহাম নিজেকে জেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর কর্মী বলে দাবি করেছেন। তানোর-গোদাগাড়ী আসনের মাহিয়া মাহির প্রতীক ট্রাক। এখানে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ প্রার্থী।