বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া :
মালয়েশিয়া অবস্থান রত অবৈধ অভিবাসীদের বৈধ করন প্রকৃয়া মেয়াদ বৃদ্ধি করল মালয়েশিয়া সরকার।
মঙ্গলবার ( ১০ জানুয়ারি) মালয়েশিয়ার প্রাধান মন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কর্মীদের বিষয়ে বৈঠক শেষে এ ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সুশাসন ঈসমাইল।
পুত্রাজায়ায় সাংবাদিকদের উদ্দেশ্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের অবৈধ অভিবাসী কর্মীদের দেশে ফিরে যাওয়া ও বৈধ করন প্রকৃয়ার সময় আরো এক বছর বৃদ্ধি করা হলো।
অতএব যারা বৈধ হতে চান তারা বৈধ হতে পারবেন আর যারা নিজ নিজ দেশে ফিরে যেতে চান তারা জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন।
এতে এই প্রকৃয়া কি ভাবে চলবে কিনবা নতুন কোন আইন সংযোজন হবে কিনা তা এখনো জানা যায়নি।
