হোম রাজনীতি মাল্টা পার্লামেন্টের সামনে বিএনপির বিক্ষোভ

রাজনীতি ডেস্ক:

বাংলাদেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের মুক্তির দাবিতে এবার ইউরোপের দেশ মাল্টায় বিক্ষোভ করেছেন বিএনপির মাল্টা শাখার নেতাকর্মীরা। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায় মাল্টা পার্লামেন্টের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ইউরোপ মাল্টা শাখার সদস্য মো. কাঞ্চন, আশিক উদ্দিন, মোহাম্মদ সালাম, মোশারফ, সাবেক ছাত্রদল নেতাদের অর্গানাইজেশন ইউরোপ মাল্টা শাখার আহ্বায়ক হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ আমিন আল আমিন, মোহাম্মদ মাসুদ, আশিক উদ্দিন আশিক, গোলাম মাওলা, আব্দুস সালাম, সেতু, হালিম প্রমুখ।

সমাবেশে বক্তারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনতে সারা বিশ্বের গণতন্ত্রকামীদের সহযোগিতা কামনা করেন। সেইসঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর মুক্তি দাবি এবং ‘অবৈধ তপশিল’ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন