আন্তর্জাতিক ডেস্ক :
মালয়েশিয়ায় আগামী সোমবার (০২ মে) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় রোববার (০১ মে) রাতে মালয়েশিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় আরটিএম টেলিভিশন ও রেডিওতে এ ঘোষণা দেন চাঁদ দেখা কমিটির সচিব তান শ্রী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ।
৩০ রোজা পূর্ণ না করেই এবছর ২৯ রোজা পালনের মধ্য দিয়ে মালয়েশিয়ায় উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে কুয়ালালামপুরসহ বিভিন্ন শহরে বাংলাদেশিদের পরিচালিত মসজিদে বাংলাদেশিদের উদ্যোগে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে, দেশটিতে এবার করোনার বিধিনিষেধ না থাকায় মসজিদ পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র এ মাসে মসজিদে সর্বোচ্চ সংখ্যক মানুষকে জায়গা করে দিতে মসজিদের নিজস্ব কর্মীদের পাশাপাশি সহায়তাকারী সংস্থার সাহায্যও নেওয়া হয়েছে।
যদিও করোনা মহামারির ভয়াল থাবায় গত কয়েক বছর থমকে ছিল সারা বিশ্ব। কঠোর লকডাউন, সীমিত লকডাউন আর বিধিনিষেধসহ নানা নিয়মের বেড়াজালে অন্য সব কিছুর মতো টানা দুই বছরের ঈদও ছিল বিবর্ণ, নিষ্প্রাণ।
তবে, এ বছর ভাইরাসের শক্তি কমে জীবন-যাত্রায় স্বাভাবিকতা ফিরে আসায় দুই বছর পর উৎসবমুখর হয়ে উঠেছে এবারের ঈদ। উৎসবের রঙে সেজেছে দেশ। সেই সঙ্গে আনন্দে মেতেছে মালয়েশিয়া প্রবাসীরা। নিজেদের ঈদের কেনাকাটা শেষ করে দেশে থাকা পরিবার পরিজনের জন্য পাঠিয়েছেন অর্থ।