জাতীয় ডেস্ক:
মার্কিন প্রতিনিধি দল আসার আগে ভারতের বিদেশ মন্ত্রকের সচিব (পূর্ব) সৌরভ কুমারের আসার মধ্যে সংযোগ খোঁজার কিছু নেই। নানাভাবে এসব বিষয়কে এক করার চেষ্টা করা হয় যা অমূলক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
বৃহস্পতিবার (০৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রসচিব বলেন, ‘মার্কিন প্রতিনিধি দল নির্বাচন ইস্যুতে আসছে না। এখানে অনেক কিছু নিয়ে আলোচনা হবে। মানবাধিকার, বাণিজ্য ইত্যাদি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুপাক্ষিক সম্পর্কও রয়েছে।’
পররাষ্ট্র সচিব আরও বলেন, সৌরভ কুমারের সঙ্গে সাক্ষাতে ভারতের পক্ষ থেকে নিরাপত্তা ইস্যু এবং বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য বিষয়ে জোর দেয়া হয়েছে।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম জানান, চলতি মসেই যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার এবং অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশ সফর করবেন। আগামী ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত তারা বাংলাদেশ সফর করবেন।
এছাড়াও ৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পরিবেশ অনুসন্ধানী দল বাংলাদেশ সফর করবেন। নির্বাচন কমিশনের আমন্ত্রণে তারা এ সফর করবেন বলেও জানান তিনি।
সাপ্তাহিক ব্রিফিংয়ে রফিকুল আলম বলেন, সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির অনির্ধারিত সাক্ষাৎ হয়েছে। এসময় তারা কুশল বিনিময় করেছেন।
ব্রিফিংয়ে তিনি আরও বলেন, জাতিসংঘের প্রক্রিয়া অনুসরণ করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মালি থেকে বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীকে দেশে ফিরিয়ে আনা হবে।
উল্লেখ্য: বিমসটেক মন্ত্রিপর্যায়ের বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য ঢাকা এসেছেন ভারতের বিদেশ মন্ত্রকের সচিব (পূর্ব) সৌরভ কুমার। এ বৈঠক সামনে রেখে ঢাকায় ভারতের বিদেশসচিব সৌরভ কুমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বেলা ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়। এ বৈঠকে অংশ নিতে সকালে ঢাকায় পৌঁছান সৌরভ কুমার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনু বিভাগের মহাপরিচালক কাজী রকিবুল হক। ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাও এ সময় উপস্থিত ছিলেন। আগামী ১৭ জুলাই থাইল্যান্ডে বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক কোঅপারেশনের (বিমসটেক) মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে।
