জাতীয় ডেস্ক :
মানিকগঞ্জ সদরের আরঙ্গবাদ গ্রামে আনোয়ার হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১২সালের ১৪ জুলাই রাত ১০টায় নিহত আনোয়ার তার নিজ বাসা থেকে ভাড়ার চালিত নিজের প্রাইভেটকার নিয়ে সাভারের উদ্দেশে রওনা হয়। সাভার থেকে আসামি হাসান, ইজু, রহিম, মনির, আব্দুল রহিম ও দারুগালি নামের ৬ জন প্রাইভেটকারটি ভাড়া করে মানিকগঞ্জ আসার জন্য বলে। হেমায়েপুর-মানিকগঞ্জ সড়কের মানিকগঞ্জের আরঙ্গবাদ এলাকায় আসার পর চালক আনোয়ারকে বিভিন্ন স্থানে আঘাত করে, পরে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে দিয়ে প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়।
পরদিন সকালে মানিকগঞ্জ সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখে। এসময় নিহতের স্বজরা আনোয়ারকে অনেক খোঁজাখুঁজি করে পরে জানতে পারে, মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে একটি লাশ আসে। নিহতের ভাই আতিকুল তার ভাইয়ের লাশ শনাক্ত করে।
২০১২ সালের ১৬ জুলাই নিহতের ভাই বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার পর ঢাকার বিভিন্ন স্থান থেকে ওই ৬ আসামিকে আটক করে।
পরে পুলিশ ২০১৩ সালের ৬ মার্চ ৬ জনকে আসামি করে আদালতে একটি চার্জশিট দাখিল করেন। আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর রোববার বিকেল সাড়ে ৪টার দিকে আসামি ইজু ও রহিমের উপস্থিতিতে এ রায় দেয় বিচারক উৎপল ভট্টাচার্য।
এদিকে আসামি পক্ষের আইনজীবী মো. লুৎফর রহমান অসন্তুষ্ট প্রকাশ করলেও রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিরাঞ্জন বসাক সন্তুষ্টি প্রকাশ করেছেন।