হোম জাতীয় মানিকগঞ্জে অল্পের জন্য রক্ষা পেল সারবোঝাই কার্গো জাহাজ

জাতীয় ডেস্ক :

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীর পাড়ে নোঙর করে রাখা ৬৫০ মেট্রিক টন এমওপি সারবোঝাই একটি কার্গো জাহাজ অল্পের জন্য ডুবে যাওয়া থেকে রক্ষা পেয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) উপজেলার শিবালয় ইউনিয়নের অন্বয়পুর গ্রামে নোঙর করে রাখা সারভর্তি কার্গো জাহাজের ইঞ্জিন রুমের নিচে লিকেজ হয়ে পানি ঢুকে আংশিক কাত হয়ে যায়। পরে জাহাজের লোকজন দুটি সেচ মেশিনের সাহায্যে ইঞ্জিন রুমের পানি নিষ্কাশন করে।

আকিজ গ্রুপের স্টোরকিপার নিলয় পোদ্দার জানান, ৬৫০ মেট্রিক টন এমওপি সার বোঝাই করে এমভি এবাদত নামের কার্গো জাহাজটি মোংলা হারবাড়িয়া থেকে বাঘাবাড়ির উদ্দেশে রওনা হয়। বুধবার দুপুর ২টার দিকে মানিকগঞ্জে পৌঁছলে কিছু সার আনলোড করার জন্য নোঙর করা হয় ঘাটে। সকালে জাহাজের লোকজন ইঞ্জিনরুমে পানি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানালে তারা সকাল ১০টা থেকে পানি নিষ্কাশনের কাজ শুরু করে। বর্তমানে জাহাজ ডুবে যাওয়া বা সারের ক্ষতি হওয়ার কোনো ঝুঁকি নেই। সারগুলোকে অন্য জাহাজে আনলোড করা হচ্ছে।

সারের ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি জানান, এখনও পুরো সার আনলোড করা হয়নি, তাই ক্ষয়ক্ষতির ব্যাপারে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন